ইরফান উল্লাহ, ইবি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্স ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায়ী র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৮ জানুয়ারি) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় এসে একই স্থানে মিলিত হয়। র্যালিটি বিভাগের বিদায়ী শিক্ষার্থীদের সম্মিলিত আয়োজনে অনুষ্ঠিত হয়।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দীন মিঝির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আ.ব.ম.সাইফুল ইসলাম সিদ্দিকী, অধ্যাপক ড. এ.বি.এম. ফারুক, অধ্যাপক ড. শেখ এ.বি.এম.জাকির হোসেন, অধ্যাপক ড. এ.কে.এম. রাশেদুজ্জামানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
জানা যায়, বিভাগের ৩৩ তম ব্যাচ (আল- ফারুক : ৩৩) আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ খেতাব নিয়ে বিদায় নিচ্ছেন। এছাড়াও ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ অঙ্গনে অবদান রেখেছেন তারা। ক্যাম্পাস লাইফকে স্মরণীয় করে রাখতে বিদায়ী দিনে আনন্দ র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, আবেঘন অনুভূতি ও ক্রেস্ট বিতরণীর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় জীবনের ইতি টানেন তারা।
বিদায়ী শিক্ষার্থী মোঃ সাইফুল্লাহ বলেন, আমরা আনুষ্ঠানিক ভাবে শিক্ষা জীবনের সমাপ্তি করলাম। বিদায়লগ্নে সম্মানিত শিক্ষক বৃন্দের আবেগ মাখা আশির্বাদ ও প্রিয় সহপাঠীবৃন্দের অশ্রুসিক্ত নয়নে আপ্লুত ছিলাম সকলে। আমাদের বন্ধুত্বের বন্ধন চির অটুট থাকুক এবং আগামীর পথ চলা সুন্দর ও সাফল্যমন্ডিত হোক সেই প্রত্যাশা রইলো।
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দীন মিঝি বলেন, “ছাত্রদের প্রতি আমার অনুরোধ, তোমরা দ্বীনের পথে থাকবে, ইসলামের পথে থাকবে, কুরআনের সহীহ কথাগুলো সবার নিকট পৌঁছে দিবে। ডিপার্টমেন্টের বদনাম হয় এমন কাজ করো না, ফাসাদ সৃষ্টি করো না, তোমাদের বক্তব্যে যাতে মানুষের মাঝে বিভ্রান্তি না ছড়ায়। আল কুরআনকে তোমরা প্রতিনিধিত্ব করবে। তোমাদের বিচরণ শুভ ও নিরাপদ হোক।”