যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়াদ মোঃ গালিব কে দুর্নীতি ও অসদাচরণের গুরুতর অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিস্কার করায় বিক্ষোভ মিছিল করে ঐ বিভাগের শিক্ষার্থীরা।
শুক্রবার (৭ ফেব্রুয়ারী) বাদ জুমা মিছিলটি কেন্দ্রীয় মসজিদ থেকে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশর মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে সিএসই বিভাগের শিক্ষার্থীরা বলেন, শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে প্রশাসন এমন সিদ্ধান্ত নিতে পারেনা। সুনির্দিষ্ট তদন্ত এবং তথ্য প্রমানের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নিলে আমরা মেনে নিব। যেসকল সাধারণ শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে প্রশাসনে এমন সিদ্ধান্ত নিয়েছে সেই সাধারণ শিক্ষার্থীরা কারা আমরা জানতে চাই। আমরা জানতে পেরেছি ১৭ ই জানুয়ারি রিজেন্ট বোর্ড থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাহলে ৬ই ফেব্রুয়ারি তারিখ রাতে এমন নোটিশ দেওয়া হবে কেন? যেটা বিশ্ববিদ্যালয় কার্যদিবস এর বন্ধের দিন। এখানে কি তাহলে ব্যক্তিগত কোন আক্রোশ রয়েছে? আমাদের মনে হচ্ছে শিক্ষার্থীরা এমন সিদ্ধান্তের বিরুদ্ধে যেন কোন প্রতিবাদ জানাতে না পারে এজন্য বিশ্ববিদ্যালয় বন্ধের দিন এমন নোটিশ দিয়েছে।
এছাড়া তারা আরো বলেন, আগামীকাল বিশ্ববিদ্যালয় কার্যদিবসে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যাব এবং জানতে চাবো কিসের ভিত্তিতে কাদের অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছে। যদি সুনির্দিষ্ট কারণ এবং প্রমাণ দেখাতে পারে তবে আমরাও এমন দুর্নীতির বিচার চাই।
উল্লেখ্য, গতকাল (৬ ফেব্রুয়ারী) যবিপ্রবির রেজিস্টার প্রকৌশলী মোঃ আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ অধ্যাপক ড. সৈয়াদ মোঃ গালিব এর বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীবৃন্দ কর্তৃক দুর্নীতি ও অসদাচরণের গুরুতর অভিযোগ থাকায় বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিস্কার হয়।