শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর (শাবিপ্রবি) প্রতি সেমিস্টারের “সেমিস্টার ও ক্রেডিট ফি” কমানো হয়েছে। চলমান সেমিস্টার থেকে এ সিন্ধান্ত কার্যকর হবে।
রবিবার (০২ ফেব্রুয়ারি) জরুরি একাডেমিক কাউন্সিল সভায় ফি কমানোর সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।
সভার সিন্ধান্ত অনুযায়ী, ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ল্যাব ফি কমানো হয়েছে প্রতি ক্রেডিটে ১৫ টাকা (পূর্বে প্রতি ক্রেডিট ১৭৫ বর্তমানে ১৬০) এবং সেমিস্টার ফি ৫০০ টাকা হ্রাস করা হয়েছে।
২০২২-২০২৩ এবং ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের (স্নাতক ও স্নাতকোত্তর) তত্ত্বীয় প্রতি ক্রেডিট ২০টাকা (পূর্বে তত্ত্বীয় প্রতি ক্রেডিট ১৪০ টাকা যা বর্তমানে ১২০), ল্যাব প্রতি ক্রেডিট ৪০ টাকা (পূর্বে প্রতি ক্রেডিট ২০০ টাকা যা বর্তমানের ১৬০ টাকা) এবং উভয় শিক্ষাবর্ষের সেমিস্টার ফি পূর্বের ফি থেকে ৫০০ টাকা কমানো হয়েছে।
উল্লেখ্য যে, ইতোমধ্যে যে সকল শিক্ষার্থী ফি জমা দিয়েছেন রশিদ জমা (প্রদর্শন) সাপেক্ষে তাদের জমাকৃত ফি পরবর্তী সেমিস্টারে সমন্বয় করা হবে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর (শাবিপ্রবি) প্রতি সেমিস্টারের “সেমিস্টার ও ক্রেডিট ফি” কমানো হয়েছে। চলমান সেমিস্টার থেকে এ সিন্ধান্ত কার্যকর হবে।