তানজিল কাজী, ডিআইইউ প্রতিবেদক:
আমেরিকার ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথ, জন হপকিন্স ইউনিভার্সিটি এবং ইন্সটিটিউট অব গ্লোবাল টোবাকো কন্ট্রোল স্কলারশিপ পেয়েছেন ডিআইইউ এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ রাহাত রহমান৷
৩১(জানুয়ারি) গ্লোবাল টোবাকো কন্ট্রোল থেকে ই-মেইলের মাধ্যমে রাহাতকে জানানো হয়।১৯০ টা দেশ থেকে স্কলারশিপের জন্য আবেদন করে জন হপকিন্স ইউনিভার্সিটির ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথ এবং ইন্সটিটিউট অব গ্লোবাল টোবাকো
কন্ট্রোললে। তার ভিতর যাচাই প্রক্রিয়া শেষে যোগ্য ব্যক্তিদের স্কলারশিপের মাধ্যমে কোর্সটি করার সুযোগ দেওয়া হয়।গ্লোবাল টোবাকো কন্ট্রোল এর গবেষণা কোর্সটি ১১ মাসের জন্য। বাংলাদেশে থেকে অনলাইনে মাধ্যমে ক্লাস করবো। জুন মাস ব্যাপী আয়ারল্যান্ডে কনফারেন্স হবে সেখানে যোগদান করবো। পরবর্তীতে দেশে এসে আবার ৪মাস প্রশিক্ষণ নিয়ে কোর্সটি সম্পূর্ণ করবো ।
জন হপকিন্স ইউনিভার্সিটির ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথ এবং ইন্সটিটিউট অব গ্লোবাল টোবাকো কন্ট্রোলের অধীনে স্কলারশিপগুলো বিশেষত পাবলিক হেলথ এবং তামাক নিয়ন্ত্রণ বিষয়ে গবেষণা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ভবিষ্যতের প্রজন্মর উপর তামাক তাদের উপর কোন প্রভাব নাহ করে পড়ে সেটা নিয়ে আমরা কাজ করবো।
দৈনিক সকালকে রাহাত বলেন, আমি ৩ ডিসেম্বর ২০২৪ আবেদন করেছি। পরবর্তীতে আমাকে ফিরতি ই-মেইল করা হয় ৩১ জানুয়ারি।আমি এখন পযন্ত ১০ টা রিসার্চ পেপারে কাজ করেছি। পাবলিক হেলথ এবং তামাক নিয়ন্ত্রণ নিয়ে গবেষণা করার জন্য এই গবেষণা কোর্সটি আমার জন্য উপকৃত হবে।