মেহেদী হাসান (ক্যাম্পাস প্রতিনিধি):
বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী পূজা উপলক্ষে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সনাতনী শিক্ষার্থীদের মাঝে শাড়ি ও পাঞ্জাবি উপহার দিয়েছে কলেজ ছাত্রদল। জননেতা হামিদুর রহমান হামিদ ভাইয়ের পক্ষ থেকে এই উপহার প্রদান করা হয়, যা উৎসবের আনন্দকে আরও রঙিন করে তুলেছে।
সোমবার (তারিখ) কলেজ প্রাঙ্গণে এক আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেলসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশে ছাত্রদল সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল বলেন, “বাংলাদেশ সম্প্রীতির দেশ। আমরা সব ধর্মের মানুষ একসঙ্গে উৎসব উদযাপন করি। এই উপহার সেই সম্প্রীতিরই প্রতীক, যা সকল ধর্মের প্রতি সম্মান ও সহাবস্থানের বার্তা বহন করে।”
উপহার পাওয়া শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে জানান, সরস্বতী পূজার উৎসবে এই বিশেষ উপহার তাদের জন্য আনন্দের নতুন মাত্রা যোগ করেছে। তারা ছাত্রদল ও জননেতা হামিদুর রহমান হামিদ ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সরস্বতী পূজা উপলক্ষে কলেজ প্রাঙ্গণ বর্ণিল সাজে সজ্জিত হয় এবং দিনব্যাপী পূজা, প্রসাদ বিতরণসহ বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উৎসব উদযাপন করা হয়। শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
সংশ্লিষ্টদের মতে, এমন উদ্যোগ ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে উদার ও সহনশীল পরিবেশ গড়ে তুলতে সহায়ক হয়।