পটুুয়াখালীর গলাচিপার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বেইজবিল্ড ডিজিটাল একাডেমি’র ২ (২৭ ও ২৮ জানুয়ারি) দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলার নির্বাহী অফিসার মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বি.এন.পি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব সিদ্দিকুর রহমান, বেইজ বিল্ড ডিজিটাল একাডেমীর উপদেষ্টা শ্রদ্ধেয় শিক্ষক আবুল কালাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আকরামুজ্জামান, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রহমান, সহকারী সমাজসেবা অফিসার মো. সাইফুল ইসলাম সাইয়ুম, উপ সহকারী প্রকৌশলী এসএম আসাদুজ্জামান আরিফ, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মহিবুল হাসান গলাচিপা পৌর বি.এন.পি র সভাপতি মিজানুর রহমান, পৌর বি.এন.পি’র সাংগঠনিক সম্পাদক মো: জিয়াউর রহমান, পূবালী ব্যাংক গলাচিপা শাখার ম্যানেজার মো: সাহাবুদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেইজ বিল্ড ডিজিটাল একাডেমীর প্রধান শিক্ষক রেদওয়ান করিম তালাল। সঞ্চালনায় ছিলেন বেইজ বিল্ড ডিজিটাল একাডেমীর সিনিয়র শিক্ষক লুৎফর রহমান আওলাদ।