নূরআলম, দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে ক্ষুদে শিক্ষার্থীদের বিদ্যাপিঠ
অ্যাডভান্সড মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর চত্বরে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হয়।
শীতের শিশির ভেজা সকালে উৎসবের আমেজে স্কুলের কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক মিলেমিশে এক মিলন মেলায় পরিণত হয়।এক ঝাঁক কোমলমতি শিক্ষার্থী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। বিদ্যালয়ের প্লে শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মধ্যে যেমন খুশি তেমন সাজো সহ ৩০টি ইভেন্টে খেলার প্রতিযোগিতা হয়।শিশুরা ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনে মুখরিত করে তোলে।এছাড়াও সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের মধ্যেও ভারসাম্য দৌড় প্রতিযোগিতা হয়। পরে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি ইভেন্টের প্রথম দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল হক শামীম এর সভাপতিত্বে শিক্ষার্থীদের উদ্দেশ্য দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক একে এম ইয়াহিয়া। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, উপজেলা সিপিবির সভাপতি আলকাছ উদ্দিন মীর, দুর্গাপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, দুর্গাপুর সাংবাদিক সমিতির সহ-সভাপতি মোরশেদ আলম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ওয়ালী হাসান কলি।
এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভান্সড মডেল স্কুলের পরিচালক মাসুম বিল্লাহ অভি , মোঃ ওয়ালিউল্লাহ, সহকারী শিক্ষক মামুনুর রশিদ,
শান্ত দে, মোঃ জাহিদ ইসলাম, তাসনিয়া জাহান নীরা,পারভীন আক্তার,শেলী গুহ প্রমা সাহা
রিফা আক্তার, কাওসার আহমেদ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভান্সড মডেল স্কুলের সহকারী শিক্ষক মো.আল আমিন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন,দেহ ও মনকে সুস্থ রাখার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণ অর্জন করে। অ্যাডভান্সড মডেল স্কুলের শিক্ষার্থীরা শিক্ষা, দীক্ষা, ক্রীড়া এবং সাংস্কৃতিক অঙ্গনে আলো ছড়াবে এটাই প্রত্যাশা করেন অতিথিরা।