তানজিল কাজী ডিআইইউ প্রতিনিধিঃ
জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) আনুষ্ঠানিকভাবে ‘ল ক্লাব’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) ডিআইইউ ল ক্লাবের আয়োজনে বিকালে এসটিসিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, ট্রাস্টি বোর্ডের সদস্য এ্যাড. শাহেদ কামাল পাটোয়ারী, উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. গণেশ চন্দ্র সাহা, প্রক্টর ও প্রভোস্ট প্রফেসর ড. সাজ্জাদ হোসেন, আইন চেয়ারম্যান নাসির আহমেদ, ল ক্লাবের সভাপতি শাকিল আহমেদ প্রমুখ।
বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, শিক্ষার্থীদের পেশাগত জ্ঞান এবং দক্ষতা উন্নয়নের জন্য এই ক্লাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিশ্ববিদ্যালটির উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড.গনেশ চন্দ্র বলেন, ক্লাবটি অন্যান্য ক্লাবের তুলনায় এগিয়ে যাবে এবং ক্লাব সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান জানান।
এর আগে দুপুরে ফ্লাশ মোভের মাধ্যমে ক্লাবের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। শেষে কেক কেটে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটির আনুষ্ঠানিকতা শেষ হয়।