মোঃ ফক্রুল আকন :
প্রতি বছর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পর, এক বা একাধিক প্রতারক চক্র অভিভাবকদের ফোন দিয়ে টাকার বিনিময়ে ভর্তির সুযোগ পাইয়ে দেয়ার প্রস্তাব দিয়ে থাকে। এই প্রলোভন থেকে সাবধান থাকুন।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে কোনোভাবেই টাকার বিনিময়ে ভর্তির সুযোগ নেই। শিক্ষার্থীদের ভর্তির সুযোগ শুধুমাত্র যোগ্যতা এবং পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রদান করা হয়। তাই, এই ধরনের কোনো প্রস্তাবে সাড়া দেবেন না এবং সতর্ক থাকুন।
বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার থেকে ভর্তি সংক্রান্ত ফোন কল এলে, তাতে সাড়া না দেওয়ার অনুরোধ করা হচ্ছে। এছাড়া, আপনার রোল নাম্বার বা ভর্তি সম্পর্কিত কোনো তথ্য অপরিচিত কারো সঙ্গে শেয়ার করা থেকে বিরত থাকুন।
আপনার সচেতনতাই প্রতারণা থেকে রক্ষা করতে পারে। ধন্যবাদ।