ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোটের ২০২৫ সেশনের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মু. ওয়ায়েস কুরুনী, সহ-পরিচালক নির্বাচিত হয়েছেন একই শিক্ষাবর্ষের আল ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আবু সুফিয়ান এবং আরবি সাহিত্য বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাদিউল ইসলাম।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে পরিচালক মু. ওয়ায়েস কুরুনী জানান, ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট শীঘ্রই তাদের পূর্নাঙ্গ কমিটি প্রকাশ করবে। ২৪-কে ধারন করে দিগুন স্পিরিট নিয়ে ২৫ এ এগিয়ে যাবে বলেও তিনি জানিয়েছেন।
“অপসংস্কৃতির উত্তাল তরঙ্গে আমরাই ব্যতিক্রম” এই স্লোগানকে সামনে রেখে ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট। বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে প্রাচীন সাহিত্য সাংস্কৃতিক সংগঠনটি দীর্ঘদিন থেকে সুস্থ সংস্কৃতির বিকাশে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাকাল থেকেই সংগঠনটি তাদের কার্জক্রমের মাধ্যমে সারাদেশে ব্যাপক সুনাম অর্জন করে। এই সংগঠন ২০২৪ সেশনে সারাদেশে ৬০ এর অধিক সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে।
উল্লেখ্য, ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট ২৪ এর আন্দোলনে প্রথম থেকেই মাঠে ছিলো। আন্দোলন চলাকালীন সময়ে কোটা নিয়ে গান তেরী করে আন্দোলনকারীদের উদ্বুদ্ধ করেন। গনঅভ্যুত্থানকে ধারন করে আন্দোলনে শহীদদের নিয়ে “লাল জুলাই” নামে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে একটি মঞ্চনাটক মঞ্চায়ন করেছে।