বিশ্ববিদ্যালয়ের সমস্যা ও সংকট উত্তরণ নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ঝিনাইদহ ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
সোমবার (১৩ জানুয়ারি ) যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় শিক্ষার্থীরা হলের ডাইনিং, ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষক নিয়োগ, বৃত্তি, শিক্ষাসফর, ইন্টার্নশীপ-এক্সর্টানশীপ সহ বিভিন্ন সমস্যা ও সমাধানের বিষয়ে কথা বলেন। সভায় অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সমাধানের বিষয়ে আশ্বাস দেয়।
সার্বিক বিষয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো: আব্দুল মজিদ বলেন, ‘যবিপ্রবির ঝিনাইদহ ক্যাম্পাসের সমস্যা সমাধানে আমরা ইতোমধ্যে উদ্যোগ গ্রহণ করেছি। হলের রান্নাবান্নার জন্য রাধুনি নিয়োগ হয়ে গেছে। দুয়েক দিনের মধ্যেই হলের ডাইনিং চালু করা যাবে। আশা করি অল্প সময়ের মধ্যেই শিক্ষক ও কর্মচারী সংকট সহ সব সমস্যা নিরসন করা যাবে।’
এছাড়া মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জিয়াউল আমীন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ও প্রক্টর ড. মোঃ আমজাদ হোসেন এবং হল প্রভোস্ট ড. আব্দুল হালিম।