চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অবকাঠামো ও একাডেমিক উন্নয়নে সাবেক শিক্ষার্থীদের সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। রবিবার (১২ জানুয়ারি) চবি লোকপ্রশাসন বিভাগের উদ্যোগে আয়োজিত এবং চিটাগাং ইউনিভার্সিটি পাবলিক এডমিনিস্ট্রেশন এক্স স্টুডেন্ট ফোরাম-ঢাকার সহায়তায় অনুষ্ঠিত প্রফেসর ড. মোঃ আনিসুজ্জামান স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
চবি সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন এবং চিটাগাং ইউনিভার্সিটি পাবলিক এডমিনিস্ট্রেশন এক্স স্টুডেন্ট ফোরামের সভাপতি ও সাবেক সচিব জনাব জামাল উদ্দিন আহমদ।
উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে শিক্ষার্থীদের ভূমিকা অপরিহার্য। নিম্ন-মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য একাডেমিক সুযোগ-সুবিধা বৃদ্ধিতে প্রশাসন কাজ করছে। তবে এ উন্নয়ন টেকসই করতে সাবেক শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।”
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে মাদকমুক্ত রাখতে ডোপ টেস্ট কার্যক্রম চালু করা হয়েছে এবং পর্যায়ক্রমে তা সবার জন্য বাধ্যতামূলক করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য বলেন, “বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর উন্নয়নে এলামনাইদের ভূমিকা গুরুত্বপূর্ণ। চবির উন্নয়নেও তাদের অবদান আরও বাড়াতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি লোকপ্রশাসন বিভাগের সভাপতি প্রফেসর মমতাজ উদ্দিন আহমদ। আরও বক্তব্য রাখেন প্রফেসর ড. আফরোজা বেগম, প্রফেসর হোসাইন কবির, প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ, প্রফেসর ড. সোনিয়া হক, প্রফেসর ড. কাজী এস. এম. খসরুল আলম কুদ্দুসী এবং প্রফেসর ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ।
চিটাগাং ইউনিভার্সিটি পাবলিক এডমিনিস্ট্রেশন এক্স স্টুডেন্ট ফোরামের পক্ষ থেকে চবি লোকপ্রশাসন বিভাগের ১৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। প্রত্যেক শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্তদের পারিবারিক অসচ্ছলতা এবং সেরা একাডেমিক পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন চবি লোকপ্রশাসন বিভাগের প্রভাষক নওশীন ইসলাম।