ভোক্তা অধিকার সংরক্ষণে কাজ করা সংগঠন ‘কনশাস কনজ্যুমার সোসাইটি’ (সিসিএস)-এর যুব শাখা ‘কনশাস ইয়ুথ ফর সোসাইটি’ (সিআইএস)-এর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখায় নতুন নেতৃত্ব এসেছে। কৃষি অর্থনীতি বিভাগের ছাত্র কাজী নাফিজ সোয়াদকে সভাপতি এবং কৃষি অনুষদের ছাত্র ওয়ালিদুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৩০ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
রবিবার (১২ জানুয়ারি) সিসিএস-এর মিডিয়া ও আউটরিচ কমিউনিকেশনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সিসিএস-এর নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ এবং সাধারণ সম্পাদক ইমরান হোসেন এক বছরের জন্য এই কমিটি অনুমোদন করেন।
নতুন কমিটির সদস্যদের মধ্যে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রিজওয়ান সাদি, সহ-সাধারণ সম্পাদক তওহীদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফাহিম ফয়সাল, প্রচার সম্পাদক মেহেরাজ রহমান, অর্থ সম্পাদক মাহমুদুল হাসান মৃধা এবং দপ্তর সম্পাদক তাওসিফ রাইয়ান। মিডিয়া সম্পাদক তানভীর আহমেদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তানজিনা মারিয়া, আইন সম্পাদক নাঈম আহমেদ এবং গবেষণা সম্পাদক হাসিবুর রহমান।
নবনির্বাচিত সভাপতি কাজী নাফিজ সোয়াদ বলেন, “আমাকে নির্বাচিত করার জন্য সিসিএসকে ধন্যবাদ। শেকৃবিতে প্রথমবারের মতো সিসিএস-এর কার্যক্রম পরিচালনার দায়িত্ব পেয়ে আমি গর্বিত। তরুণদের মধ্যে ভোক্তা অধিকার সচেতনতা তৈরি এবং খাদ্যে ভেজাল প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আমরা একসঙ্গে কাজ করব।”
গণসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সংগঠনের কার্যক্রমে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
সাধারণ সম্পাদক ওয়ালিদুর রহমান বলেন, “আমি বিশ্বাস করি, সংগঠনের সবার সহযোগিতায় আমরা কনশাস ইয়ুথ ফর সোসাইটিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারব। তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি অর্থায়ন ও সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করব।”
উল্লেখ্য, ২০১৩ সালে যাত্রা শুরু করা সিসিএস বর্তমানে দেশের ৬১টি জেলার ৩৩৫টি থানা ও ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যক্রম পরিচালনা করছে। প্রায় ১২ হাজার স্বেচ্ছাসেবক নিয়ে কাজ করা সংগঠনটি ভোক্তা অধিকার রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি খাদ্যে ভেজাল প্রতিরোধে কাজ করে যাচ্ছে।