ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন ডেভেলপমেন্ট স্টাডিজ ক্লাবের (ডিএসসি) ২০২৫ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী বুরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক হিসেবে বিভাগের ২০২৮-১৯ বর্ষের শিক্ষার্থী সামী আল সাদ আউন মনোনীত হয়েছেন।
শনিবার ( ১১ জানুয়ারি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের একাডেমিক কমিটির ৩৯ তম সভার আলোচ্যসূচীর ২নং বিবিধির সিদ্ধান্ত মোতাবেক বিভাগের সভাপতি অধ্যাপক আতিফা কাফী, সহকারী অধ্যাপক এইচ এম নাহিদ ও ফিরোজ হোসেনের অনুমোদনক্রমে এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি সিরাজুজ্জামান, যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন, কোষাধ্যক্ষ কামরুজ্জামান, দপ্তর সম্পাদক উসামা বিন হাসান ও সাংগঠনিক সম্পাদক বাবলু মারমা। এছাড়া উইং কমিটির অন্য সদস্যরা হলেন- শিক্ষা ও গবেষণা বিষয়ক দ্বিপ সাহা, প্রান্ত নন্দী, ইসরাত জাহান ইভা, সাজাদুর ও শাম্মী সুলতানা। পেশাগত উন্নয়ন বিষয়ক তাহমিদ হাসান, সাকিবুল হাসান, নওরীন সুলতানা, মৌমিতা তাসফিয়া ও জেসিয়া জামান। নারী কল্যাণ বিষয়ক আফিফা হুমাইরা, মোহানা বিনতে হারুন, মারুফা মোস্তফা, প্রোগ্গা সর্বজয়া ও রুবাইয়া সরকার। ক্রীড়া বিষয়ক রফিকুল ইসলাম, বায়েজিদ বোস্তামি, মারুফ বিল্লাহ, মেহেরাব হোসেন ও আসিফ মাহমুদ। সাংস্কৃতিক বিষয়ক আবু হুরায়রা, আবির আদনান, আয়েশা খাতুন, মাহমুদুল হাসান ও মুশফিকুর রহমান। ইভেন্ট ম্যানেজমেন্ট বিষয়ক মিরাজ হাসান, বুরহান উদ্দিন, মাহাদী হাসান, মুজাহিদুল ইসলাম ও রেজওয়ানুল ইসলাম।
নব মনোনীত সভাপতি বুরহান উদ্দিন বলেন, ‘বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের একান্ত সহযোগিতায় বিভাগের সার্বিক কল্যাণ ও সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে আমি যথাসাধ্য চেষ্টা করে যাবো।’