পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে ইচ্ছেফেরি মানবিক সংগঠনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হয়েছে শীতবস্ত্র । শীত কিছু মানুষের জন্য আরামদায়ক হলেও, অনেকের জন্য এটি হয়ে দাঁড়ায় কষ্টের প্রতীক। এই উপলব্ধি থেকে, স্বেচ্ছাসেবী দল “ইচ্ছেফেরি-পবিপ্রবি” শনিবার (১১ জানুয়ারি) সকাল ১০ টায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজন করে, যার মাধ্যমে তারা এই কঠিন সময়ে অসহায়দের কিছুটা সাহায্য করার চেষ্টা করে।
এ বিষয়ে ইচ্ছেফেরি-পবিপ্রবির সভাপতি মাসুকুর রহমান সুমন বলেন, “শীত শুধু শীতবস্ত্রের অভাবে অনেকের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তোলে না, বরং অনেক ক্ষেত্রেই মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। মানবিক দায়িত্ববোধ থেকেই আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো।”
এ সময় সহ-সভাপতি গোলাম মোরশেদ দীপু বলেন, “আমরা ক্যাম্পাসের আশেপাশের দুঃস্থ ও দরিদ্র ও এতিম খানার কিছু সংখ্যক মানুষের মাঝে অল্প পরিসরে শীতবস্ত্র বিতরণ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। যদিও সংখ্যাটা অতিসামান্য। আমাদের আর্থিক সাহায্য এসেছে ক্যাম্পাসের সকল সাধারণ শিক্ষার্থীদের থেকে। তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। ভবিষ্যতে দোয়া চাই যেন পরবর্তীতে আরও বড় পরিসরে ভালো কিছু জনসেবামূলক কাজ করতে পারি। তার জন্য সবার সহযোগিতা কামনা করছি।”
এছাড়া সাধারণ সম্পাদক রানা মিয়া বলেন, “শীতবস্ত্র এই মানুষগুলোর জন্য হতে পারে বেঁচে থাকার আশীর্বাদ। আপনার সামান্য প্রচেষ্টা, তাদের জন্য আশীর্বাদ!”