মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
৭ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

শিক্ষাঙ্গন

যবিপ্রবির ডিন’স কমিটির নতুন আহ্বায়ক ড. মোঃ জাফিরুল ইসলাম

নিউজ ডেস্ক

প্রকাশঃ ১০ জানুয়ারী ২০২৫, ২৩:২৬

যবিপ্রবির ডিন’স কমিটির নতুন আহ্বায়ক ড. মোঃ জাফিরুল ইসলাম
মেহেদী হাসান (যবিপ্রবি প্রতিনিধি ):
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ডিন’স কমিটির নতুন আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ জাফিরুল ইসলাম।
বুধবার (৮ জানুয়ারী) যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবিব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বিষয়টি জানানো হয়।
অফিস আদেশে বলা হয়,  গত ২১ ও ২৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের অনুষদীয় ডিনবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক অনুষদীয় ক্রম অনুযায়ী একজন ডিন ০৬ (ছয়) মাসের জন্য ডিন’স কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।
সে প্রেক্ষিতে ‘ডিন, স্বাস্থ্যবিজ্ঞান অনুষদ, অধ্যাপক ড. মোঃ জাফিরুল ইসলাম কে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ০১জানুয়ারি ২০২৫ তারিখ হতে ৩০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত ডিন’স কমিটির “আহ্বায়ক” এর দায়িত্ব প্রদান করা হয়।

এ সম্পর্কিত আরো খবর