মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
৭ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

শিক্ষাঙ্গন

শেকৃবির ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত হলো সীরাত মাহফিল

নিউজ ডেস্ক

প্রকাশঃ ১০ জানুয়ারী ২০২৫, ১১:৪৪

শেকৃবির ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত হলো সীরাত মাহফিল

শেকৃবি প্রতিনিধি

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ইতিহাসের অংশ হয়ে আয়োজন করা হলো প্রথম সীরাত মাহফিল। ৯ জানুয়ারি (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের টিএসসি কমপ্লেক্সে দিনব্যাপী এই মাহফিল অনুষ্ঠিত হয়। রাসুলুল্লাহ (সাঃ)-এর জীবনাদর্শ নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে দেশবরেণ্য ইসলামিক চিন্তাবিদগণ তাঁদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেকৃবির উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ। তিনি বলেন, “আমাদের ছাত্ররা আজ যে সুন্দর ইসলামিক আলোচনা আয়োজন করেছে, তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। এই আয়োজন শুধু সফল হলেই হবে না, বরং আমাদের নিজেদের জীবনেও ইসলামের নির্দেশনা অনুসরণ করতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, “এতদিনের বাধা ভেঙে ইসলামিক আয়োজন বাস্তবায়ন সম্ভব হওয়া দেশের পরিবর্তনের ইঙ্গিত দেয়। এর মাধ্যমে তরুণ প্রজন্ম সঠিক দিকনির্দেশনা পাবে।”

শেকৃবির উপ-উপাচার্য অধ্যাপক ড. বেলাল হোসেন বলেন, “একটা নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এ আয়োজনের পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

মাহফিলে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক সাহেব (দা.বা.), আদ-দাওয়াহ ইলাল্লাহর পরিচালক আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এবং ত্ব-হা যিন নূরাঈন ইসলামিক সেন্টারের পরিচালক আবু ত্বহা মুহাম্মদ আদনান। তাঁরা রাসুলুল্লাহ (সাঃ)-এর জীবন থেকে শিক্ষা গ্রহণ এবং তা দৈনন্দিন জীবনে বাস্তবায়নের ওপর জোর দেন।

কৃষি অনুষদের শিক্ষার্থী মুনতাসিরুল ইসলাম নাঈম বলেন, “আমাদের প্রজন্মের জন্য এ ধরনের ইসলামিক আয়োজন অত্যন্ত প্রয়োজন। এটি শুধু ইসলামিক জ্ঞান নয়, বরং সঠিক পথ অনুসরণ করে দেশ ও জাতি গঠনের অনুপ্রেরণা দেয়।”

অন্য এক শিক্ষার্থী সাদমান আকবর বলেন, “ইসলামিক আলোচনা আমাদের ন্যায়পরায়ণতা ও আল্লাহভীতি জাগ্রত করতে সাহায্য করবে। এটি আমাদের গোলামির শৃঙ্খল থেকে মুক্তির পথে পরিচালিত করবে।”

সীরাত মাহফিলে উপস্থিত ছিলেন শেকৃবির প্রক্টর ড. মুহাম্মদ আরফান আলি, ছাত্রপরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ড. মুহাম্মদ আসাবুল হকসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা এবং সার্বিক সহযোগিতায় ছিল কৃষিবিদ গ্রুপ।

এই প্রথম সীরাত মাহফিলের আয়োজন শেকৃবিতে এক নতুন দিগন্তের সূচনা করেছে। এমন আয়োজন আগামীতে আরও ইসলামিক মূল্যবোধ প্রচারের পথ সুগম করবে বলে আশা ব্যক্ত করেন অতিথিরা।

বিষয়ঃ

এ সম্পর্কিত আরো খবর