মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
৭ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

শিক্ষাঙ্গন

চবি মার্কেটিং বিভাগের আন্তর্জাতিক সম্মেলন: টেকসই ব্যবসার নতুন দিগন্ত উন্মোচনে গবেষণার মেলবন্ধন

নিউজ ডেস্ক

প্রকাশঃ ১০ জানুয়ারী ২০২৫, ১০:৪৭

চবি মার্কেটিং বিভাগের আন্তর্জাতিক সম্মেলন: টেকসই ব্যবসার নতুন দিগন্ত উন্মোচনে গবেষণার মেলবন্ধন

মোঃ কাজী ওমর শরীফ, চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মার্কেটিং বিভাগের আয়োজনে “Sustainable Business Transformation: Challenges and Opportunities for Marketing” শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বিপুল উৎসাহ ও অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয়েছে। সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, অস্ট্রেলিয়া, ইতালি, চীন, ভারতসহ নয়টি দেশের ৭৫ জন গবেষক তাদের গবেষণা উপস্থাপন করেন।

৮ জানুয়ারি সকালে ব্যবসায় প্রশাসন অনুষদের লেকচার গ্যালারিতে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। তিনি বলেন, “এই ধরনের সম্মেলন শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নয়, বরং বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে এবং বিশ্বব্যাপী গবেষকদের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। ব্যবসায়ে প্রফিটের সঙ্গে দেশপ্রেম যোগ করা অত্যন্ত জরুরি।”

উপাচার্যের বক্তব্যের পর কী-নোট বক্তারা তাদের প্রবন্ধ উপস্থাপন করেন। জাপানের দশিশা ইউনিভার্সিটির প্রফেসর ফিলিপ সুগাই, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বার্মিংহামের প্রফেসর আতাউর বেলাল, ভিয়েতনাম ন্যাশনাল ইউনিভার্সিটির ড. দাও ক্যাম থুই এবং র‌্যাংকনের সিইও তানভির শাহরিয়ার রিমন তাদের গবেষণার মাধ্যমে টেকসই ব্যবসা এবং গ্রিন মার্কেটিংয়ের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

সম্মেলনের বিভিন্ন বিজনেস সেশনে প্রথম দিন ২৪টি এবং দ্বিতীয় দিন ২১টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। প্রতিটি সেশনে শিক্ষার্থী, গবেষক এবং পেশাজীবীদের সক্রিয় অংশগ্রহণ ছিল লক্ষণীয়। বিশেষ করে, গবেষক ও পেশাজীবীরা টেকসই ব্যবসার চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যতের কৌশল নির্ধারণের বিষয়ে গভীর আলোচনা করেন।

সম্মেলনের দ্বিতীয় দিন কর্ণফুলী নদীতে রিভার ক্রুজ আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারী গবেষকদের সম্মান জানানো হয়। পরে হোটেল ওয়েল পার্কে সমাপনী অনুষ্ঠানে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বিভিন্ন ট্র্যাকের সেরা গবেষণা প্রবন্ধগুলোকে পুরস্কৃত করেন। তিনি বলেন, “এই সম্মেলন বৈশ্বিক গবেষণায় গুরুত্বপূর্ণ প্রভাব রাখবে এবং ভবিষ্যতে নতুন দিগন্ত উন্মোচনে সহায়তা করবে।”

সম্মেলনের কো-কনভেনর প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী এবং সদস্য-সচিব প্রফেসর ড. তুনাজ্জিনা সুলতানা তাদের বক্তব্যে সম্মেলনের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার করেন।

চবি মার্কেটিং বিভাগের এই আন্তর্জাতিক সম্মেলন দেশের গবেষণা ও ব্যবসায়িক নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেছেন।

এ সম্পর্কিত আরো খবর