মেহেদী হাসান (যবিপ্রবি প্রতিনিধি):
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ‘পুঁজিবাজারে বিনিয়োগ’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইআইম) এ কর্মশালার আয়োজন করে।
সোমবার (৬ জানুয়ারি) স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, “পুঁজিবাজারে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই উদ্যোগ শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা অর্জনের মাধ্যমে তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য শক্তিশালী ভিত্তি গড়ে তুলবে।”
উক্ত কর্মশালায় ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম সভাপতিতে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের বিশেষজ্ঞ প্রশিক্ষকগণ এস. এম. কালবিন সেলিমা, ইমরান মাহমুদ, ফাইমা আক্তার ও মো. আদনান আহমেদ। তারা পুঁজিবাজারে বিনিয়োগের মৌলিক ধারণা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ কৌশল সম্পর্কে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।
আয়োজনটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পুঁজিবাজার সম্পর্কে জ্ঞানার্জন এবং দক্ষতা উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে বিশ্বাস করেন আয়োজক কমিটি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ কামাল হোসেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আমজাদ হোসেন ড. ইঞ্জি.। এছাড়াও ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষকমন্ডলীসহ ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষকরা উপস্থিত ছিলেন।