ইরফান উল্লাহ্, ইবি প্রতিনিধি:
গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষার্থীরা। গণস্বাক্ষর গ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দেন শিক্ষার্থীরা। সোমবার (৬ জানুয়ারি) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ঝালচত্বরে এই গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়৷ এতে বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী গুচ্ছের পক্ষে স্বাক্ষর করেন।
শিক্ষার্থীরা জানান, ইবি গুচ্ছ থেকে বের হলে শিক্ষার্থীদের জন্য সেটা ভোগান্তির কারণ হবে। প্রতিটি ইউনিটে আলাদা আবেদন করতে অনেক টাকার প্রয়োজন হবে যা মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের পক্ষে বহন করা সম্ভব না। গুচ্ছ ভর্তিতে স্বল্প টাকায় আবেদন করা যাচ্ছে। একজন শিক্ষার্থী নিকটস্থ কেন্দ্রে পরীক্ষা দিতে পারে এতে তার ভোগান্তি কম হয়। এছাড়াও, গুচ্ছের মাধ্যমে পরীক্ষা নিলে দেশের সকল প্রান্তের শিক্ষার্থীরা ইবিতে আসবে যা গুচ্ছ থেকে বেরিয়ে গেলে সম্ভব না।
আল ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আশরাফুল আলম বলেন, ভৌগোলিকভাবে ইসলামী বিশ্ববিদ্যালয় সীমান্তবর্তী জেলা শহরে হওয়ায় তুলনামূলক দূরবর্তী জেলার শিক্ষার্থীরা এখানে ভর্তি পরিক্ষা দিতে বিশেষ আগ্রহী হয় না । এছাড়া গুচ্ছ পদ্ধতি যেখানে শিক্ষার্থীদের কল্যাণের জন্য প্রণয়ন করা হয়েছে, সেখানে আলাদাভাবে পরিক্ষা নেওয়া শিক্ষার্থীদের ভোগান্তি বাড়াবে। ইবিকে গুচ্ছের বাইরে নিয়ে কোচিং বাণিজ্য, ভর্তি বাণিজ্য সফল করার জন্য একটি মহল অপচেষ্টা চালাচ্ছে, যা খুবই দুঃখজনক। গুচ্ছ পদ্ধতির বাইরে থাকলে ইসলামী বিশ্ববিদ্যালয় একটি আঞ্চলিক বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে বলে আমার ধারণা।