আশরাফুল ইসলাম (শেকৃবি প্রতিনিধি):
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন-২০২৪ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে র্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো: আব্দুল লতিফ।
আজ ৬ জানুয়ারি (সোমবার) সকাল ৮:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, র্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়তে সক্ষম হয়েছি। কেউ র্যাগিংয়ের শিকার হবে না। কেউ এ ধরনের আচরণ করলে তাকে শাস্তির আওতায় আনা হবে।তিনি আরও বলেন, আমরা ৪ বছরের একদিনও নষ্ট করতে চাই না। তোমরা সহযোগিতা করলে আশা করি ২০২৮ সালের ৩১ ডিসেম্বরের মধ্যেই বিএসসি ডিগ্রি শেষ হবে।
এছাড়াও তিনি শিক্ষার্থীদের সহানুভূতিশীল ও শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়ে বলেন, তোমরাই ভবিষ্যতে শেরেবাংলার গ্র্যাজুয়েট হিসেবে কৃষির নেতৃত্ব দেবে। সকলে মিলে আমরা ক্যাম্পাসকে পরিষ্কার-পরিচ্ছন্ন এবং শিক্ষার পরিবেশ বজায় রাখব।
উক্ত প্রোগ্রামের সভাপতিত্ব করেন শেকৃবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহা. আশাবুল হক এবং সঞ্চালনা করেন রেজিস্ট্রার শেখ রেজাউল করিম। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. বেলাল হোসেন এবং কোষাধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ আবুল বাশার। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, অভিভাবক এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি নবীন শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা এবং নতুন যাত্রার বার্তা নিয়ে শেষ হয়।