বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
৩০ পৌষ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

শিক্ষাঙ্গন

ইবিতে বহুতল ভবন থেকে পড়ে গুরুতর আহত শ্রমিক

নিউজ ডেস্ক

প্রকাশঃ ০৬ জানুয়ারী ২০২৫, ১৮:০৭

ইবিতে বহুতল ভবন থেকে পড়ে গুরুতর আহত শ্রমিক

ইরফান উল্লাহ্, (ইবি প্রতিনিধি) :

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নির্মাণাধীন বহুতল ভবন থেকে নিচে পড়ে একজন নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। সোমবার বেলা এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় প্রশাসন ভবনে এ ঘটনা ঘটে। পরে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা গুরুতর দেখে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার করে দেন।

জানা যায়, আহত নির্মাণ শ্রমিক হাসানুর হাসান ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ২ নং মির্জাপুর ইউনিয়নের বাসিন্দা। হাসানুর বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন দ্বিতীয় প্রশাসন ভবনের চতুর্থ তলায় কাজ করছিলেন। হঠাৎ সেখান থেকে ছিটকে দ্বিতীয় তলায় পড়ে যায়। এতে তিনি বাম পায়ে গুরুতর আঘাত পান। এসময় তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা গুরুতর দেখে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক বদিউজ্জামান বলেন, আঘাতের ফলে তার বাম পায়ের উপরের অংশের বড় হাড় (ফিমার) ভেঙে গেছে বলে মনে হচ্ছে। এজন্য তাকে অতিদ্রুত সদর হাসপাতালে রেফার করা হয়েছে। সেখানে গিয়ে এক্স-রে করে নিশ্চিত হওয়ার পর পরবর্তী চিকিৎসা দেওয়া যাবে।

এ সম্পর্কিত আরো খবর