মোঃ মেহেদী হাসান, ঢাকা (মহানগর প্রতিনিধি)
ইংরেজি নববর্ষের আতশবাজি আর ফানুশের লক্ষ টাকায় দিনটি উৎযাপন করা যেত মানব সেবায়!! তার ক্ষুদ্র পদক্ষেপ ছিল স্কোয়াড ওপেন স্কাউট গ্রুপের!
নতুন বছরকে মানব সেবায় উৎসর্গ করে স্কোয়াড ওপেন স্কাউট গ্রুপ শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন। রাজধানী ঢাকার গাবতলীর বাড়াবাড়ি এলাকায় পাঞ্জেরি মডেল হাই স্কুল প্রঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. ফেরদৌসী খান, সাবেক অধ্যক্ষ, সরকারি বাঙলা কলেজ, ঢাকা।
সিনিয়র রোভার মেট ইয়াসিন শেখ দৈনিক সকালকে জানান, “আমাদের মূল লক্ষ্য ছিল নতুন বছরের আতশবাজি, ফানুস ওড়ানো বা ডিজে পার্টির মতো অনর্থক কাজে টাকা অপচয় না করে সেই অর্থ ভালো কাজে ব্যয় করা। আমরা চাই নতুন বছর ভালো কাজ দিয়ে শুরু হোক এবং তা মানবসেবার মাধ্যমে। এ বছর শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে আমাদের নতুন বছর উদযাপন করেছি।”
উক্ত আয়োজনে প্রায় ১৩০-১৪০ জন শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি প্রফেসর ড. ফেরদৌসী খান তার বক্তব্যে স্কাউটদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, “নতুন বছরকে মানবিক কাজে উৎসর্গ করার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। স্কাউটরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
স্থানীয় বাসিন্দারা স্কাউট গ্রুপের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, “এ ধরনের কার্যক্রম সমাজে সহমর্মিতা ও ঐক্যের বার্তা পৌঁছে দেয়।”
স্কোয়াড ওপেন স্কাউট গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও তারা এ ধরনের কার্যক্রম চালিয়ে যাবে এবং মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরের এই শুভ সূচনা এক সৌন্দর্যের প্রতীক!