হাবিবুর রহমান সাগর (জাবি প্রতিনিধি):
জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার ও অবিলম্বে জাকসু কার্যকরের দাবিতে আমরণ অনশন করা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান ১৫ ঘণ্টা পরে উপাচার্যের আশ্বাসে অনশন ভেঙেছেন।
গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে তিনি অনশন শুরু করেন। রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান তার দাবিগুলো অতি দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিলে তিনি এই আমরণ অনশন কর্মসূচি থেকে সরে আসেন।
অনশন ভাঙার সময় জিয়া উদ্দিন আয়ান বলেন, ‘আজ আমি দুই দফা দাবিতে আমরণ অনশনে বসেছিলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে আশ্বস্ত করেছে যে আগামীকাল (৩০ ডিসেম্বর) তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হবে। পাশাপাশি ইতিমধ্যে শনাক্ত হওয়া হামলাকারীদের বিষয়ে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।’
এছাড়াও তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবিলম্বে জাকসু কার্যকরের প্রতিশ্রুতি দিয়েছে। তারা বলেছেন, সোমবার জাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ এবং ৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হবে। তাদের এই কথার প্রেক্ষিতে আমি আমার এই আমরণ অনশন কর্মসূচি থেকে সরে আসছি।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী একটি যৌক্তিক দাবির জন্য আমরণ অনশন করছে এটা আমাদের জন্য দুঃখজনক। আমরা তাঁকে আশ্বস্ত করেছি আগামী ২ দিনের মধ্যে আমরা প্রাথমিকভাবে চিহ্নিত হামলাকারীদের বিরুদ্ধে মামলা করব। একইসাথে আমরা সোমবার জাকসুর রোডম্যাপ প্রকাশ করব এবং ৩১ ডিসেম্বর জাকসুর জন্য নির্বাচন কমিশন গঠন করা হবে।