মো রায়হান আবিদ , বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রোটার্যাক্ট ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের গ্যালারিতে এ কার্যক্রমের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ১০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
রোটার্যাক্ট ক্লাবের সভাপতি রোটা. আফরিনা রওশন দিপ্তীর সভাপতিত্বে এবং রোটা. আসিফ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলিম এবং অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. আবুল মঞ্জুর খানসহ রোটার্যাক্ট ক্লাবের অন্যান্য সদস্যরা।
উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়ার অনুপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ড. মো. শহীদুল হক বলেন, ‘বিজয়ের মাসে ক্যাম্পাসে ক্লাবের এ ধরণের উদ্যোগকে স্বাগত জানাই। হল এর ফিস্টসহ নানা অপ্রোয়জনীয় খাতে টাকা অপচয় না করে, নিজেদের পড়াশোনার পাশাপাশি মানবিক কাজে অংশগ্রহণ করার আহবান জানাই।’ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সবাই।