জাবি প্রতিনিধি
জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের (২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষার অনলাইন আবেদনের সময় ১ জানুয়ারি থেকে পিছিয়ে তিন জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। সেই সাথে দশ ইউনিটের পরিবর্তে সাত ইউনিটে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা।
আলী রেজা বলেন, “কিছু নতুন সিদ্ধান্ত গ্রহন করার কারণে ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ পেছানো হয়েছে। আজকের সভায় পাশ মার্ক তেত্রিশ শতাংশ থেকে বৃদ্ধি করে পয়ত্রিশ শতাংশ করা হয়েছে। একটি বিভাগে চার জনের বেশি পোষ্য কোটায় ভর্তি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
আলী রেজা আরো বলেন, “ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তবে কত টাকা কমানো হবে এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি। অতি দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত হবে।”
জানা যায়, ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউট এবং আইন অনুষদ আলাদা পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে। আইআইটি গানিতিক ও পদার্থ বিজ্ঞান অনুষদের অধীনে আইন অনুষদ ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউট কলা অনুষদের অধীনে ভর্তি পরীক্ষা নিবে। বাকীগুলো ইউনিট গুলো পূর্ববর্তী বিজ্ঞপ্তির মতোই থাকবে।
এরআগে গত ১৯ ডিসেম্বর দশ ইউনিট ভর্তি পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়। তবে এরপর শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে ইউনিট সংখ্যা ও ভর্তি আবেদন ফি কমাতে উদ্যোগ নেয় প্রশাসন।