মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
৭ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

শিক্ষাঙ্গন

শিক্ষার্থীদের গুপ্ত হত্যার প্রতিবাদে ‘শাবিপ্রবি’-তে বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক

প্রকাশঃ ১৯ ডিসেম্বর ২০২৪, ১০:৫৪

শিক্ষার্থীদের গুপ্ত হত্যার প্রতিবাদে ‘শাবিপ্রবি’-তে বিক্ষোভ মিছিল
মাহবুবুল ইসলাম  (শাবিপ্রবি প্রতিনিধি): 
‘২৪ এর বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের গুপ্ত হত্যার প্রতিবাদ জানিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলে অংশ নিয়ে শিক্ষার্থীরা হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন।
বুধবার (১৮ ডিসেম্বর)  রাত সাড়ে ৯ টায় আবাসিক হলগুলো থেকে মিছিল নিয়ে শাহপরাণ হলের সামনে জড় হন শিক্ষার্থীরা। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে প্রধানফটক যান তারা।
মিছিল চলাকালীন সময়ে শিক্ষার্থীরা ‘সাঈদ জসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ ‘দিল্লী না ঢাকা, ঢাকা ঢাকা’ ‘আমার ভাই কবরে খুনি কেন বাইরে’ ‘ছাত্রদের নিরাপত্তা দে, নইলে গদি ছাইড়া দে’ ‘আওয়ামী সন্ত্রাসীরা হুশিয়ার সাবধান’ ‘হৈহৈ রৈরৈ ছাত্রলীগ গেলি কই’ ‘ছাত্রলীগের চামড়া তুলে নেব আমরা’ ইত্যাদি স্লোগান দেন ।
মিছিল পরবর্তী সমাবেশে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী রিয়াজ হোসেন রিমনের সঞ্চলনায় বক্তব্য রাখেন পিএমই বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ইব্রাহিম। তিনি বলেন, ‘চট্টগ্রামে জসিমকে হত্যা করার পর মিডিয়ায় প্রচার করা হচ্ছে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে। হত্যাকান্ডের ঠিক পরবর্তী সময়ে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আজিম রনি ফেসবুকে পোস্ট দিয়েছেন ‘গেরিলা কি তারা এখনো যানেনা’।
হত্যাকান্ডকে তারা নিজেরা স্বীকার করছে, অথচ মিডিয়ায় প্রচার করা হচ্ছে ভুলভাবে। আমরা জসিমসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যাদেরকে হত্যা করা হয়েছে তাদের হত্যার বিচার চাই।’
রসায়ন বিভাগের শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিব বলেন, ‘আমাদের যাত্রা শাহাদাতের পথে এসব গুপ্ত হত্যা সন্ত্রাসী হামলা করে আমাদের যাত্রা রুখে দেওয়া যাবেনা। তবে সরকারকে বলে দিতে চাই আমাদের ভাইয়েরা  রক্তের বিনিময়ে আপনাদের যেখানে বসিয়েছে সেই রক্তের দায়বদ্ধতা আছে যেটি আপনারা ভুলে যাচ্ছেন। আপনারা এখনো নিজেদের প্রায়োরিটি লিস্ট ঠিক করতে পারেননি, এখন পর্যন্ত আওয়ামী ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করতে পারেননি।’
সরকারকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘শহীদদের কবরের রক্ত এখনো শুকাইনি আর আওয়ামী সন্ত্রাসীরা এখনো স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে।  আপনারা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারেননি। যদি দ্রুত সময়ের মধ্যে বিচারিক কার্যক্রম দ্রুত শেষ করতে না পারেন,  ছাত্রজনতা মবজাস্টিস শুরু করলে তার দায় আপনাদের নিতে হবে।’
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল হোসেন বলেন, ‘আওয়ামীলীগের ফেসবুক পেজ থেকে পোস্ট করা হচ্ছে জয় বাংলার খেলা নাকি আবার শুরু হয়েছে। আওয়ামী নেতারা বলছে তারা নাকি গেরিলাযুদ্ধ শুরু করেছে। এর মাধ্যমে তাদের ফ্যাসিবাদী চিন্তা ফুটে উঠছে। মানুষকে খুন করে যদি তারা আবার রাজনৈতিক বন্দবস্ত শুরু করতে চাই, আমরা বিপ্লবীরা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে রুখে দিব।

এ সম্পর্কিত আরো খবর