শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
৩ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

শিক্ষাঙ্গন

ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্র শিহান হত্যাকাণ্ডের বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিউজ ডেস্ক

প্রকাশঃ ১৭ ডিসেম্বর ২০২৪, ০৯:১৩

ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্র শিহান হত্যাকাণ্ডের বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
মোঃ ফখরুল আকন ( ঢাকা সিটি প্রতিনিধি )
গাজীপুরের কালিয়াকৈরে নির্মমভাবে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাজবির হোসেন শিহান। সহপাঠীদের কাছে শিহান শুধু একজন সিনিয়র ছিলেন না, ছিলেন অনুপ্রেরণার উৎস, আদর্শ এবং ন্যায়ের প্রতীক।
 মৌচাক পুলিশ ফাঁড়ির সামনে এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়। সহপাঠীরা দাবি করছেন, শিহান তার সাহসী ও স্পষ্টবাদী অবস্থানের কারণে টার্গেট হয়েছিলেন। তিনি ফেসবুকে বিভিন্ন সময় ভারতীয় আগ্রাসন এবং দেশের স্বাধীনতা ও সংস্কৃতির বিষয়ে সোচ্চার ছিলেন। তার এ প্রতিবাদী ভূমিকা অনেকের বিরাগভাজন হয় বলে অভিযোগ।
আজ ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ক্যাম্পাস প্রাঙ্গণে একত্রিত হয়ে শিহান হত্যার বিচার দাবি করেছেন। তারা বলেন, “শিহান ভাই আমাদের শিখিয়েছিলেন অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ তুলতে। আমরা ভয়ে পিছু হটব না। তার আদর্শ বাঁচিয়ে রাখতে এবং তার অসমাপ্ত লড়াই চালিয়ে যেতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”
শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেন:
1. শিহান হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত ও হত্যাকারীদের গ্রেপ্তার।
2. দ্রুত বিচার কার্যক্রম শুরু।
3. শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা।
শিক্ষার্থীরা আরও জানান, “এই হত্যাকাণ্ড কেবল শিহান ভাইয়ের নয়, এটি আমাদের সকলের উপর আঘাত। আমরা শিহান ভাইয়ের দেখানো পথে ঐক্যবদ্ধ। তার আদর্শ এবং ন্যায়ের পথে আমাদের লড়াই চলবে।”
এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনও নিন্দা জানিয়ে দ্রুত বিচার দাবি করেছে। তবে এখনো পুলিশ থেকে সুনির্দিষ্ট কোনো অগ্রগতি জানানো হয়নি।
শিহানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটিতে। সহপাঠীরা বলছেন, “তাকে হারিয়ে আমরা শূন্য হয়ে গেছি, কিন্তু তার দেখানো আলোকিত পথেই আমরা এগিয়ে যাব।”
তাজবির হোসেন শিহানের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আজ ক্যাম্পাসে মোমবাতি প্রজ্বালন এবং শোক র‌্যালি অনুষ্ঠিত হবে।
**শিহানের স্মৃতির প্রতি শিক্ষার্থীদের প্রতিজ্ঞা: “তোমাকে ভুলব না। তোমার জন্য লড়ব। তোমার স্বপ্ন বাঁচিয়ে রাখব।”**

এ সম্পর্কিত আরো খবর