কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‘ফেনী স্টুডেন্টস এসোসিয়েশন অব কুমিল্লা ইউনিভার্সিটি’র উদ্যোগে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) বিজ্ঞান অনুষদের কনফারেন্স কক্ষে সাড়ে ৩টা থেকে ফেনী জেলা থেকে আগত ২০২২-২৩ এবং ২০২৩-২৪ বর্ষের শিক্ষার্থীদের একসাথে বরণের আয়োজন করা হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম মাওলা, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুন নাহার শিলা এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আয়েশা আক্তার।
নবীন শিক্ষার্থীদের মধ্য থেকে ২০২২-২৩ বর্ষের নাদিয়া সুলতানা বলেন, ‘প্রোগ্রামে এসে খুবই ভালো লাগছে। অন্যদিন অন্যান্য আঞ্চলিক সংগঠনের প্রোগ্রাম দেখে আশা করেছিলাম এমন একটা অনুষ্ঠান হয়তো পাব। এই আয়োজনের জন্য ধন্যবাদ সকলকে।’
এ সময় অধ্যাপক গোলাম মাওলা বলেন, ‘আমাদের সংকট, বিপদে আমাদেরই এগিয়ে আসতে হবে। মোর পরিচয় এই বলে ক্ষ্যাত হোক, আমি তোমাদের লোক। গত পাঁচ ছয়মাস আগে চট্টগ্রামের একটি ব্যাংকে কর্মরত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও ফেনী এসোসিয়েশনের প্রাক্তন সেক্রেটারি কর্তৃক সম্মানিত বোধ করেছি। ফেনী শিক্ষার আলোয় আলোকিত একটি জেলা। আমরা তোমাদের সাথে আছি। আমাদের এই চেয়ারগুলো তেমাদের অপেক্ষায় আছে। নিজেদের সেভাবে তৈরি করো।”
ড. কামরুন নাহার শিলা বলেন, ‘এই স্টুডেন্টস এসোসিয়েশনগুলোর লক্ষ্য হলো একতাবদ্ধ হয়ে একে অন্যের সহযোগিতা করা, সেই লক্ষ্যে ফেনী এসোসিয়েশন ভালো কাজ করে যাচ্ছে। বিগত দুই বছর আগেও তারা নিজেদের উদ্যোগে এক শিক্ষার্থীকে আর্থিকভাবে সহযোগিতা করে ভর্তির ব্যবস্থা করে দিয়েছে। এভাবেই ফেনী এসোশিয়েশন কাজ করে যাচ্ছে।’
এরপরই গত কমিটির সেক্রেটারি ও আইন বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ইব্রাহিম ইব্রাহিম বাবলুকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানের সভাপতি নাঈম খোন্দকার বলেন, ‘আমরা বন্যার কারনে ১৭তম ব্যাচের নবীনবরণ শেষ করতে পারিনি। তবে এবার আমাদের স্যার-ম্যাম ও উপদেষ্টাদসহ জুনিয়রদের অনেক সহযোগিতা ছিল এ প্রোগ্রাম আয়োজনে৷ বন্যার সময় আমাদের এসোসিয়েশন অনেক কাজ করেছে। সবই সম্ভব হয়েছে আমাদের মধ্যকার আন্তরিকতার কারনে৷ আশা রাখি ভবিষ্যতেও আমরা এমন কার্যক্রম আন্তরিকভাবে অব্যাহত রাখতে পারবো।