মোঃ মেহেদী হাসান, ঢাকা (মহানগর প্রতিনিধি)
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে স্কোয়াড ওপেন স্কাউট গ্রুপ জাতীয় শহীদ বুদ্ধিজীবী মিনারে ফুল অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। স্কাউট দলের সদস্যরা সকালের দিকে মিনারে উপস্থিত হয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন।
স্কোয়াড ওপেন স্কাউট গ্রুপের নেতৃবৃন্দ জানান, শহীদ বুদ্ধিজীবীরা দেশের স্বাধীনতার জন্য তাদের মূল্যবান জীবন উৎসর্গ করেছেন। তাদের এই আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য প্রেরণা। দলের সদস্যরা বলেন, বুদ্ধিজীবী হত্যার মর্মান্তিক অধ্যায় আমাদের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ, যা তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।
ফুল অর্পণ শেষে স্কাউট দলের পক্ষ থেকে জাতীয় বুদ্ধিজীবী প্রাঙ্গনে ক্রু-মিটিং এর আয়োজন করেন। এবং উক্ত ক্র-মিটিংয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাদের আদর্শ অনুসরণ করে দেশ গঠনের আহ্বান জানান।
ক্রু-মিটিং এ স্কাউট সদস্যরা শপথ করেন যে তারা সমাজের উন্নয়নে এবং দেশের কল্যাণে বুদ্ধিজীবীদের দেখানো পথে এগিয়ে যাবেন।
এই শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে স্কোয়াড ওপেন স্কাউট গ্রুপ বুদ্ধিজীবীদের অবদানকে চিরস্মরণীয় করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
আন্যদিকে, স্কোয়াড ওপেন স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক এস.এম নাহিদ স্যার ঢাকা জেলা রোভারের ইয়াং লিডার নির্বাচিত হন, এই বিষয়ে স্কোয়াড ওপেন স্কাউট গ্রুপের অফিসিয়াল ফেইসবুক পেইজে গ্রুপ সম্পাদক এস.এম নাহিদ স্যার কে শুভেচ্ছা জানানো হয়।