মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
৭ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

শিক্ষাঙ্গন

মহান বিজয় দিবস উপলক্ষে সরকারি তিতুমীর কলেজে প্রীতি ফুটবল ম্যাচ

নিউজ ডেস্ক

প্রকাশঃ ১২ ডিসেম্বর ২০২৪, ১৪:২০

মহান বিজয় দিবস উপলক্ষে সরকারি তিতুমীর কলেজে প্রীতি ফুটবল ম্যাচ

শাহিনুর আলম (সরকারি তিতুমীর কলেজ প্রতিনিধি)

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সরকারি তিতুমীর কলেজে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৯ টায় সরকারি তিতুমীর কলেজ মাঠে,কলেজ কর্তৃপক্ষ প্রতি বছরের মতন এবছরেও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এই আয়োজন করেন। আয়োজিত খেলায় নারী পক্ষের দুটি দল অংশগ্রহণ করেন (লাল দল বনাম সবুজ দল)।

আনন্দমুখর পরিবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলাটি অবশেষে ট্রাইফেগারের মধ্যে দিয়ে সমাপ্তি হয় (০৩-০২) গোলে জয়লাভ করেন (লাল) দল।

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এ প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উদ্বোধন ও উপভোগ করেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মণ্ডল এবং উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো.মিজানুর রহমান।

অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মণ্ডল বলেন, ফুটবল ম্যাচ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের এমন উৎসবমুখর পরিবেশ দেখে আমি অত্যন্ত আনন্দিত। গতকাল এবং আজকে যারা অংশগ্রহণ করেছে সকলের জন্য দোয়া ও শুভকামনা জানাই।

উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, বর্তমান সময়ে মোবাইল নির্ভর জীবনের বাইরে এসে শিক্ষার্থীরা এমন সুন্দর খেলাধুলায় অংশগ্রহণ করছে, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আমি ফুটবল দলগুলোর প্রতি শুভকামনা জানাই এবং বিশ্বাস করি। আমাদের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ের খেলায় অংশ নিলেও ভালো করবে।

গতকাল বুধবার (৯ ডিসেম্বর) সকাল ৯ টায় আরেকটি ম্যাচ শেষ হয় ছেলেদের সেখানে অংশগ্রহণ করেন (লাল দল বনাম সবুজ দল) অবশেষে (০৩-০২) গোলে জয়লাভ করেন (লাল) দল।

এ সম্পর্কিত আরো খবর