শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
৩ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

শিক্ষাঙ্গন

ইবির ইয়ূথ এন্ডিং হাঙ্গারের নেতৃত্বে মামুন-রিফাত

নিউজ ডেস্ক

প্রকাশঃ ১২ ডিসেম্বর ২০২৪, ১৪:০০

ইবির ইয়ূথ এন্ডিং হাঙ্গারের নেতৃত্বে মামুন-রিফাত
ইরফান উল্লাহ্, (ইবি প্রতিনিধি:)
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইয়ূথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ’ এর নতুন ইউনিট কমিটি গঠিত হয়েছে। এতে কো-অর্ডিনেটর হিসেবে আল-ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মামুন হোসেন ও যুগ্ম কো-অর্ডিনেটর হিসেবে একই বিভাগের শিক্ষার্থী মোঃ তৌফিকুর রহমান রিফাতকে মনোনীত করা হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) ‘ইয়ুথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ’ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার মাননীয় উপদেষ্টা জনাব তন্ময় সাহা জয় এবং সমন্বয়কারী মোতালেব বিশ্বাস লিখনের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী এক বছরের জন্য এ কমিটির
অনুমোদন দেওয়া হয়েছে।
১৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম কো-অর্ডিনেটর (মেয়ে) শামিমা রহমান, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক, সহ-সাংগঠনিক সম্পাদক মিশুক শাহরিয়ার, দপ্তর সম্পাদক সুলাইমান, কোষাধ্যক্ষ পাঁপড়ি রানী মোদক, কর্মশালা সম্পাদক তাসমিম কবির, প্রচার,প্রকাশনা ও পাঠাগার সম্পাদক মিফতাহুল
জান্নাত মিম, বিশেষ দিবস পালন বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস জুঁই, প্রতিযোগিতা সম্পাদক মোঃ নাজমুল ইসলাম আরাফাত, শিক্ষা,গবেষণা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক শাকিব আল হাসান এছাড়াও কার্যকরী সদস্য মো. সাইদী হোসেন।
এর আগে, বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর ১ টার দিকে ‘ইয়ুথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ’ এর অ্যাকাউন্টেন্স অফিসার জনাব অধিশ দাসের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে নির্বাচনের মাধ্যমে ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়।
উল্লেখ্য, ‘ইয়ুথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ’ আন্তর্জাতিক স্বেচ্ছাব্রতী সংস্থা ‘দি হাঙ্গার প্রজেক্ট’র অনুপ্রেরণায় সৃষ্ট একটি ছাত্র সংগঠন। শিক্ষার্থীদের নেতৃত্বেই এ সংগঠন পরিচালিত। এ সংস্থার প্রতিটি সদস্য নিজের উন্নত
ভবিষ্যৎ নিজে গড়তে এবং অন্যকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। ক্ষুধামুক্ত আত্মনির্ভরশীল বাংলাদেশ সৃষ্টির প্রত্যাশার লক্ষ্যে এটি পরিচালিত। ইয়ুথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ ১৯৯৫ সালে যাত্রা শুরুর পর থেকে এখন দেশের অন্যতম একটি স্বেচ্ছাব্রতী আন্দোলনে রূপ নিয়েছে।

এ সম্পর্কিত আরো খবর