শেকৃবি প্রতিনিধি
কৃষি বিষয়ে উচ্চশিক্ষা গ্রহনে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ( শেকৃবি) গত ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে গড়ে প্রতি বছর ১১ জন বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়ে আসলেও ২০২০ সালের পর থেকে আকস্মিকভাবে কমতে থাকে বিদেশি শিক্ষার্থী ভর্তির সংখ্যা এবং যা বর্তমানে এসে নেমেছে শূন্যের কোটায়। গত তিন বছরে ভর্তি হয়নি একজন বিদেশি শিক্ষার্থীও।
স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি গ্রহনে নেপাল,ভুটান সহ পাশ্ববর্তী কয়েকটি দেশের শিক্ষার্থীদের অন্যতম আকর্ষণ জুড়ে রয়েছে বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় গুলো। এদের মধ্যে অন্যতম অবস্থানে ছিলো শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়টির প্রশাসনিক দায়িত্বে থাকা কয়েকটি সূত্রে জানা যায়, বিগত সময়ে তৈরি হওয়া প্রাতিষ্ঠানিক দূর্বলতা এবং করোনাকালীন জটিলতাই বিদেশি শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে অনাগ্রহী হওয়ার মূল কারণ।তাছাড়া বিশ্ববিদ্যালয়টিতে তৈরি হওয়া তীব্র সেশনজট, গবেষণয়ায় পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাব সহ আনুষঙ্গিক পর্যাপ্ত ব্যাবহারিক সুবিধা না থাকায় ভর্তির ক্ষেত্রে অগ্রাহ হারাচ্ছেন বিদেশি শিক্ষার্থীরা।বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীদের মতে,ভর্তি প্রক্রিয়া বছরের শেষ ভাগে হওয়ায় অনেকটা সময় নষ্ট হয় শিক্ষার্থীদের। এর কারণেও অনেক বিদেশি শিক্ষার্থী আগ্রহ হারাচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রশাসনিক কর্মকর্তা জানান ,বিগত প্রশাসন বিদেশি শিক্ষার্থীদের প্রতি খুব বেশি মনোযোগী ছিল না এবং বিদেশি শিক্ষার্থী ভর্তি বৃদ্ধির ক্ষেত্রে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি ।করোনাকালীন আটকে পরা নেপালের শিক্ষার্থীদের নিজ উদ্দ্যোগে দেশে ফিরতে হয়েছিল যা তাদের শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছিল।
বিশ্ববিদ্যালয়টির এএসভিএম অনুষদের পঞ্চম বর্ষে অধ্যায়নরত নেপালি শিক্ষার্থী মহেশ্বর ভগত মালী বলেন, আমাদের নেপালি শিক্ষার্থীদের অন্যতম আগ্রহের জায়গা জুড়ে কৃষি এবং কৃষি বিষয়ক পড়াশোনা। এর অন্যতম কারণ নেপালে কৃষির গুরুত্ব। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালও বেশ পরিচিত নেপালের শিক্ষার্থীদের কাছে। তবে বিগত কয়েক বছরের সেশনজট বিরূপ প্রভাব তৈরি করেছে ভর্তিতে আগ্রহী শিক্ষার্থীদের উপর। তাছাড়া ল্যাবের পর্যাপ্ত সুযোগ সুবিধা, গবেষণা কার্যক্রম আরও বৃদ্ধি হওয়া উচিত।
বিদেশি শিক্ষার্থীদের জন্য আলাদা আবাসিক ব্যাবস্থা কিংবা কোনো আবাসিক হলের নির্দিষ্ট ফ্লোর বরাদ্দ থাকা উচিত বলেও মনে করেন এই নেপালী শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সূত্র থেকে জানা যায়, ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতকে মোট বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছেন ৫২ জন। এদের সবাই ছিলেন কৃষি ও এএসভিএম অনুষদের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীর তালিকা থেকে তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়,২০১৬ সালে ভর্তি হয় ৯ জন, ২০১৭ সালে ১১ জন, ২০১৮ সালে ১৬ জন, ২০১৯ সালে ১৪ জন, ২০২০ সালে মাত্র দুইজন। পরবর্তী বছরগুলোতে ভর্তির সংখ্যা নেমে আসে শূন্যের কোটায়।
একাডেমিক এন্ড স্কলারশিপ বিভাগের সহকারী রেজিস্টার কৃষিবিদ হরি কমল দাশ বলেন,বিদেশি শিক্ষার্থী ভর্তি হওয়া আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো দিক। ২০১৬ সাল থেকে বাইরের দেশের শিক্ষার্থী ভর্তি হয়ে আসলেও গত তিন বছরে বন্ধ হয়ে গেছে বিদেশি শিক্ষার্থী ভর্তি হওয়া যা আমাদের জন্য কিছুটা উদ্বেগের। তবে প্রসাশনিকভাবে আমরা মনোযোগী হলে পূর্বের থেকেও বেশি শিক্ষার্থী ভর্তি হওয়ার সম্ভাবনা তৈরি হবে। প্রশাসনিকভাবে ইতোমধ্যে এই বিষয়ে উদ্যোগ গ্রহন করা হয়েছে।আশাকরছি সামনের বছরগুলোতে আমরা বিদেশি শিক্ষার্থী ভর্তির সংখ্যা বাড়বে।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে গত কয়েক বছরে।আমরা কারণগুলো পর্যবেক্ষণ করেছি। ইতোমধ্যে সমস্যাগুলো সমাধানের জন্য উদ্যোগ গ্রহন করা হয়েছে। পূর্বে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির জন্য মন্ত্রনালয়ে আবেদনের মাধ্যমে আসতে হতো। এই নিয়মের পরিবর্তন করে কিছুটা শিথিল করা হয়েছে ভর্তি প্রক্রিয়া। এখন সরাসরি বিশ্ববিদ্যালয়ে আবেদের মাধ্যমে তারা ভর্তি হতে পারবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বিদেশি শিক্ষার্থীদের সাথে আলোচনা হয়েছে, তাদের সমস্যাগুলো শুনেছি। আশাকরছি সামনের দিনগুলোতে এই অবস্থার পরিবর্তন হবে।