বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
১ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

শিক্ষাঙ্গন

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কুবি শাখা ছাত্রদলের মানববন্ধন

নিউজ ডেস্ক

প্রকাশঃ ১০ ডিসেম্বর ২০২৪, ২২:৪৯

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কুবি শাখা ছাত্রদলের মানববন্ধন
কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ‘নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের’ দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বাইরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তি, আওয়ামীলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবি জানান নেতাকর্মীরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান শুভ, সদস্য সচিব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনসহ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের অন্যান্য কর্মীরা।
মানববন্ধনে সদস্য সচিব শুভ বলেন, ‘বিগত ১৭ বছরে আওয়ামী লীগের যে দুর্শাসন, খুন, গুম, অনিয়ম ও রাজত্ব কায়েম করেছে তার অবসান হয়েছে। ৫ই আগস্টের পর আমরা যে মুক্তি ও স্বাধীনতা পেয়েছি তা আরও দীর্ঘায়িত ও স্থায়ী করার জন্য কুবি ছাত্রদল কাজ করে যাবে। কুবি ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে ছিলো বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে। এই কম্পাসেকে সুন্দর ও সাবলীল সুষ্ঠু ধারার রাজনীতি পরিচালনার জন্য কুবি ছাত্রদল অঙ্গীকারবদ্ধ।’
আহবায়ক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বিগত ১৫ বছর সৈরাশাসক শেখ হাসিনার আমালে বিএনপির অনেক নেতা কর্মী গুম, খুন হয়েছে, অত্যাচার হয়েছে, মামলা হয়েছে তাদের সকলকে আসহায়ত্ব জীবন- যাপন করতে হয়েছে। এই বিশ্ব মানবাধিকার দিবসের মাধ্যমে জানিয়ে দিতে চাই যারা গুম হয়েছে বেঁচে আছে তাদের যেন তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। যারা খুন হয়েছে তাদের সুষ্ঠু বিচার করা হোক। তারা এই খুনের সাথে জড়িত তাদের আইনের আওতায় আনা হোক। আজকের বিশ্ব মানবাধিকার দিবসে  আমরা নিশ্চিত করতে সবাই কথা বলার, পোগ্রাম করার অধিকার সব ক্ষেত্রে যেন স্বাধীনতা থাকে।’

এ সম্পর্কিত আরো খবর