আশরাফুল ইসলাম,শেকৃবি প্রতিনিধি
বাংলাদেশে কৃষিতত্ত্বে বিশেষ অবদানের জন্য বিএসএ এওয়ার্ড- ২০২৪ পেলেন রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অধ্যাপক ড. মো. জাফর উল্লাহ।
আজ ৭ ডিসেম্বর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আয়োজিত ২৩ তম জাতীয় এবং ২য় আন্তর্জাতিক কনফারেন্স বিএসএ এর প্রথমদিনের অনুষ্ঠানে এ এওয়ার্ড ঘোষনা করা হয়। এ বছর ২০২৪ সালে ৫ জন গবেষককে উক্ত এওয়ার্ড প্রদান করা হয়।
উল্লেখ্যে, বাংলাদেশের কৃষিতত্ত্ব গবেষণা ও শিক্ষার অগ্রগতিতে অবদানের জন্য ১৯৮৬ সাল থেকে বাংলাদেশ এগ্রোনমি সোসাইটি এই এওয়ার্ডটি প্রদান করে আসছে।
অধ্যাপক ড মো জাফর উল্লাহ ১৯৮৩ সালে থেকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নেকচারার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ২০০৭ সালে তিনি অধ্যাপক পদে হন। দীর্ঘ শিক্ষকতা ও গবেষণা জীবনে তিনি ১৭ টি রিসার্চ প্রজেক্ট, শতাধিক রিসার্চ আর্টিকেল, ৫ টি বই সম্পাদনা করেন। এছাড়াও তিনি এক্সপেরিমেন্টাল বায়োসায়েন্স জার্নালের প্রধান সম্পাদনা করেন।
এ বিষয়ে জানতে চাইলে তিনি বলে ” আমি অনেক আনন্দিত। আমার কাজের রিকোগনিশন টা সত্যিই আমাকে অনেক গর্বিত করেছে। এজন্য বাংলাদেশ সোসাইটি অব এগ্রনোমির কাছে আমি কৃতজ্ঞ।