মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
৭ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

শিক্ষাঙ্গন

বশেমুরবিপ্রবিতে মাদকবিরোধী অভিযানে শিক্ষার্থী ও কর্মচারী গ্রেফতার

নিউজ ডেস্ক

প্রকাশঃ ০৫ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৮

বশেমুরবিপ্রবিতে মাদকবিরোধী অভিযানে শিক্ষার্থী ও কর্মচারী গ্রেফতার
শাকিল শাহরিয়ার (বশেমুরবিপ্রবি প্রতিনিধি):
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) মাদকবিরোধী অভিযানে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী এবং কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার এক কর্মচারীকে গ্রেফতার করে পুলিশের হাতে সোপর্দ করেছে প্রক্টরিয়াল বডি।
বুধবার (৪ ডিসেম্বর) রাত ১০টায় নিয়মিত টহলের সময় মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের হল চত্বর থেকে শেখ আবু হেনা (শিক্ষার্থী) এবং কালু (কর্মচারী) নামের দুইজনকে আটক করা হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মো. মাহবুবুল আলম জানান, আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে তাদের পুলিশে হস্তান্তর করা হয়েছে। এর আগে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এই দুইজনকে শনাক্ত ও গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, এর একদিন আগে মাদকবিরোধী একটি সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রক্টর মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই কার্যক্রম তারই ধারাবাহিকতার অংশ বলে জানানো হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর