শাহারিয়ার সাকিল (বশেমুরবিপ্রবি প্রতিনিধি):
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মো. বদরুল ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আমির হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। ২০২৪ সালের ৪ ডিসেম্বর তারিখে প্রকাশিত এই নির্দেশনায় উল্লেখ করা হয়েছে যে, বদরুল ইসলাম ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।
এছাড়াও একই আদেশে সংস্থাপন বিভাগের সহকারী অধ্যাপক মো. জোবাইদা ইসলাম রাব্বান ও আর্কিটেকচার বিভাগের প্রভাষক তাহমিনা আসমা তিশাকে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন দায়িত্বপ্রাপ্তরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করবেন। এই নিয়োগ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।