ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আজ ঢাকায় একটি বিক্ষোভ মিছিল করেছে। সিলেট ও ফেনী সীমান্তে সাম্প্রতিক উগ্র আচরণ এবং আগরতলায় বাংলাদেশ হাইকমিশনের ওপর হামলার প্রতিবাদে ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার নিন্দা জানিয়ে তারা এই কর্মসূচি পালন করে।
বিক্ষোভে শিক্ষার্থীরা জাতীয় পতাকার অবমাননার কড়া নিন্দা জানিয়ে বলেন, “আমরা ভীত নই; দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত।” শিক্ষার্থীরা আরও বলেন, যারা সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দেওয়ার চেষ্টা করছে, তারা বাংলাদেশের শত্রু।
মিছিল থেকে বক্তব্য রাখেন কয়েকজন শিক্ষার্থী। তারা বলেন, “বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। যারা দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে, তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকব।”