মোঃ ফখরুল আকন ( ঢাকা সিটি প্রতিনিধি )
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীরা ভারতের সাম্প্রতিক উগ্রবাদী কর্মকাণ্ড এবং বাংলাদেশের জাতীয় পতাকার প্রতি অবমাননার তীব্র নিন্দা জানিয়ে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছেন।
এই সমাবেশ আগামী ৫ই ডিসেম্বর, ২০২৪, বৃহস্পতিবার, দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত হবে। এতে শিক্ষার্থীরা দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে জাতীয় মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষায় একত্রিত হবেন।
সম্প্রতি ভারতের আগরতলাস্থ বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলা চালিয়ে জাতীয় পতাকা নামিয়ে ফেলা এবং বিভিন্ন স্থানে বাংলাদেশের পতাকা অবমাননার ঘটনা জাতীয় গৌরবের প্রতি চরম অবমাননা হিসেবে দেখা হচ্ছে। শিক্ষার্থীরা এই অপমানজনক কাজের প্রতিবাদ জানিয়ে একটি শান্তিপূর্ণ কিন্তু শক্তিশালী বার্তা দিতে চান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, “জন্মভূমি ও জাতীয় অস্তিত্বের প্রশ্নে আমরা কোনো আপস করতে পারি না। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
সমাবেশে দেশের প্রতি শ্রদ্ধাশীল এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ সকল নাগরিককে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
এই সমাবেশের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা অক্ষুণ্ণ রাখার দাবিতে আওয়াজ তুলবেন।