শেখ নজরুল ইসলাম,(তালা উপজেলা প্রতিনিধি):
আজ সকালে তালা শহরে মেলাবাজার গ্রামীণ ব্যাংকের বিপরীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি দোকানে ঢুকে পড়ছে এতে করে ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় আর দোকানটি ব্যাপক ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান – শনিবার (৩০ নভেম্বর) ভোরে খুলনা থেকে আসা পাইকগাছা গামী একটি লোড ট্রাক স্টারিং ফেল করে এ দুর্ঘটনা ঘটে। গাড়িটির নাম্বার কুষ্টিয়া ট- ১১ -১৮ ৮৭ এই ট্রাকটির দুর্ঘটনার পরে চালক কিংবা কাউকে খুঁজে পাওয়া যায়নি।