মোহাম্মদ তারেক,(রামগঞ্জ প্রতিনিধি:)
বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর রামগঞ্জ ৯নং ভোলাকোট ইউনিয়ন শাখার কর্মী সম্মেলনে হুমাউন কবির কে সভাপতি ও ছেয়ায়েত উল্যাহ কে সেক্রেটারি করে কমিটি ঘোষণা করা হয়।
শুক্রবার (২৯শে নভেম্বর) দুপুর ২টা নাগমুদ বাজারে এই আয়োজন করা হয়।
নারায়ে তাকবীর স্লোগানে সম্মেলনে বিভিন্ন ওয়ার্ড থেকে সহস্রাধিক কর্মী যোগদান করেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর বীর মুক্তিযোদ্ধা এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর এ আর হাফিজ উল্যাহ,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, রামগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসান পাটোয়ারী, পৌর আমীর অ্যাডভোকেট হাসান বান্না, উপজেলা সেক্রেটারি ইমরান হোসাইন, উপজেলা সহকারী সেক্রেটারী জাকির হোসেন পাটোয়ারী।
কর্মী সম্মেলনে ৯নং ভোলাকোট ইউনিয়ন সেক্রেটারি হুমায়ুন কবিরের সঞ্চালনায় ৯নং ভোলাকোট ইউনিয়ন সভাপতি মাওলানা আবু সালেহের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ইউনিয়ন বায়তুল সম্পাদক ছেফায়েত উল্যাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মো শাহজাহান, যুব বিভাগের সভাপতি রাকিব হোসেন, ইউনিয়ন টিম সদস্য হাফেজ ওমর ফারুক, সাইফুল ইসলাম সুমন সহ প্রমুখ।
আওয়ামী লীগ মসজিদ খতিবদের বক্তব্যের অধিকার হরণ করেছে বলে মন্তব্য করেন লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী এর আর হাফিজ উল্যাহ
ভারত বাংলাদেশের সাথে কখনো ভালো আচরণ করেনি। ভারত আওয়ামী লীগ বন্ধু বলে মন্তব্য করেন মাস্টার রুহুল আমিন ভূইয়া।
অনুষ্ঠান শেষে নাগমুদ বাজার মাদ্রাসা মার্কেটের দ্বিতীয় তলা সংগঠনের কার্যালয় উদ্বোধন করেন নেতৃবৃন্দ।