বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
৩০ পৌষ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

মঠবাড়িয়ায় সড়কের পাশে তাল গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন 

নিউজ ডেস্ক

প্রকাশঃ ২৯ নভেম্বর ২০২৪, ২০:১৬

মঠবাড়িয়ায় সড়কের পাশে তাল গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন 
মজিবর রহমান,মঠবাড়িয়া (পিরোজপুর)প্রতিনিধি:
পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়  এবং বজ্রপাত থেকে রক্ষা পেতে পিরোজপুরের মঠবাড়িয়ায় তাল গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) সকাল  ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ও বন বিভাগের সহযোগিতায় উপজেলার মিরুখালী সড়কের পাশে তিন কিলোমিটারজুড়ে তাল গাছের চারা রোপন এ  কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম।
এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট মোঃ রাইসুল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা সুরেশ চন্দ্র মিস্ত্রি,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন ফরাজি,স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মী।
উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম বলেন, তালগাছ পরিবেশের ভারসাম্য রক্ষায় ও বজ্রপাত নির্বাপক হিসেবে কাজ করে।পর্যায়ক্রমে সড়কের পাশে যে সব জায়গা খালি রয়েছে  সে সব জায়গায় তালের চারা রোপণ করা হবে।। চারা রোপণের পরে তিনি রক্ষণাবেক্ষণের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

এ সম্পর্কিত আরো খবর