শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
৩ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

ইসকন নিষিদ্ধের দাবিতে ভূঞাপুরে বিক্ষোভ মিছিল 

নিউজ ডেস্ক

প্রকাশঃ ২৯ নভেম্বর ২০২৪, ১৯:১৭

ইসকন নিষিদ্ধের দাবিতে ভূঞাপুরে বিক্ষোভ মিছিল 
সাজেদুল ইসলাম-ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
চট্টগ্রামে মসজিদ ভাঙচুর, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা ও ইসকন নিষিদ্ধের দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) বাদ জুম্মা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ভূঞাপুর উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি ভূঞাপুর কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ হতে বের হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে  একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ করে  উপজেলার ধর্মপ্রাণ মুসল্লীরা। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলার হাজার হাজার ইসলামী তাওহীদি জনতা ও সর্বস্তরের ওলামাকেরাম অংশ নেন।
এ সময় বক্তারা চট্টগ্রামের ঘটনায় জড়িত চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের গ্রেপ্তার ও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘঠনকে (ইসকন) বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার দাবি জানান।
সেই সাথে আইনজীবী হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ সহ হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী করেন। বাংলাদেশ থেকে  আজীবনের জন্য ইসকন নিষিদ্ধ না করা হলে কঠোর আন্দোলনের ঘোষণার কথা জানান তারা।

এ সম্পর্কিত আরো খবর