সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
২৮ পৌষ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

কয়রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্বরণে স্বরণসভা

নিউজ ডেস্ক

প্রকাশঃ ২৯ নভেম্বর ২০২৪, ১০:২৭

কয়রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্বরণে স্বরণসভা

সাইফুল ইসলাম-(কয়রা প্রতিনিধি):

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে কয়রায় ঘুগরাকাটি ফাজিল ডিগ্রি মাদ্রাসায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে মাদ্রাসার হলরুমে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের শহিদ ও আহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা সুজাউদ্দিন । ভাইস প্রিন্সিপাল মাওলানা গোলাম সরোয়ার এর   সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন অধ্যাপক ইয়াছিন আরাফাত, সহকারী অধ্যাপক শরিফুল আলম,আক্তারুল ইসলাম, মাওলানা ইউনুস আলী,আকাশ মিয়া সহ মাদ্রাসার বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে তাদের বিভিন্ন স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন এবং গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশের জন্য কাজ করতে সকলের প্রতি আহবান জানান। সভাটি সঞ্চালনা করেন মুহা: সাইফুল ইসলাম।

সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন এবং শিক্ষার্থীদের পরিবেশনায় পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো খবর