মজনুর রহমান আকাশ, (মেহেরপুর প্রতিনিধি):
মেহেরপুর সীমান্ত এলাকা ইছাখালী বটতলায় অভিযান চালিয়ে ১০ কেজি রুপা উদ্ধার করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার দুপুরে ছয় ইছা খালি বিজিবি ক্যাম্পের একটি টিম এ অভিযান চালায়। অভি যানের সময় পাচারকারী দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
চুয়াডাঙ্গার ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান পি এস সি জানান, ইসাখালি সীমান্ত দিয়ে রুপা পাছার হচ্ছে মর্মে সংবাদের ভিত্তিতে বিজিবি ইছাখালী ক্যাম্পের একটি টিম বটতলা নামক স্থানে অবস্থান নেয়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী রুপাসহ একটি ব্যাগ ফেলে ভারতের ভূখণ্ডে পালিয়ে যায়। ব্যাগ তল্লাশি করে পাওয়া যায় ১০ কেজি রুপার গহনা।
এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা সহ আটককৃত রুপা মেহেরপুর কে জারি অফিসে জমা দেওয়া হয়।