সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
২৮ পৌষ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

বড়াইগ্রামে স্বার্থ রক্ষা কমিটির উদ্যোগে চালু হলো জনতার বাজার

নিউজ ডেস্ক

প্রকাশঃ ২৮ নভেম্বর ২০২৪, ১৭:৫১

বড়াইগ্রামে স্বার্থ রক্ষা কমিটির উদ্যোগে চালু হলো জনতার বাজার

আসমত উল্লাহ, বড়াইগ্রাম(নাটোর)প্রতিনিধিঃ

নাটোরের বড়াইগ্রাম পৌরসভার লক্ষীকোল বাজারে বৃহস্পতিবার সকালে বড়াইগ্রাম সার্থ রক্ষা কমিটির উদ্যোগে দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধগতি ও জনসাধারণের দুর্ভোগ কমাতে দেয়া হয়েছে “জনতার বাজার”। প্রধান অতিথি হিসাবে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস জনতার বাজার উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন আমাদের প্রত্যাশা জনতার বাজারের মাধ্যমে স্বল্প আয়ের মানুষের দুর্ভোগ নিরসন হবে এবং জনতার বাজারের উদ্যোগে অনুপ্রাণিত হয়ে আমাদের অন্যান্য অনেকেই এর সফলতার জন্য কাজে এগিয়ে আসবেন।

এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, যুগ্ন সম্পাদক মোহাম্মদ আলী গাজী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান বিপুল, নাটোর স্বার্থ রক্ষা কমিটির বড়াইগ্রাম উপজেলা আহ্বায়ক সাজেদুল বাশার, যুগ্ম আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস মাহী,সাজেদুল বাশার, সালাহ উদ্দিন, ইউসুফ আলী (অনিক) সুমন হোসেন, ও সোহান উপস্থিত ছিলেন।

জনতার বাজারে প্রতি কেজি আলু ৭০ টাকা, পিয়াজ ১১৫ টাকা, কাচাঁ মরিচ ৭০ টাকা, মুলা ৩৫ টাকা, ফুলকপি ৪৫ টাকা, বাধা কপি ৩৫ টাকা পিচ এবং ডিম ১২ টাকা পিচ দরে বিক্রি করা হয়েছে । জনতার বাজারে পণ্য বিক্রি করতে সহযোগিতা করেন বড়াইগ্রাম অনার্স কলেজের রোভার স্কাউট সদস্যরা।

উপজেলা প্রশাসন ও বড়াইগ্রাম পৌরসভার আয়োজনে নাটোর স্বার্থরক্ষা কমিটি ও রোভার স্কাউট ছাত্রদের সহযোগিতায় প্রতি সোম ও বৃহস্পতিবার সকাল থেকে এ বাজার বসবে। পণ্য শেষ না হওয়া পর্যন্ত বেচা বিক্রি চলবে।

এ সম্পর্কিত আরো খবর