সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
২৮ পৌষ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

নাটোরের নলডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশঃ ২৭ নভেম্বর ২০২৪, ১১:৩৭

নাটোরের নলডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর সমাবেশ অনুষ্ঠিত
মনিরুল ইসলাম ডাবলু,  নাটোর প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এক কর্মী সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৬ নভেম্বর) বিকালে স্থানীয় ঈদগাহ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলা জামায়াতের আব্দুর রব।
উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল ডাঃ ফজলুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা জাময়াতের আমীর অধ্যাপক ডঃ মীর নূরুল ইসলাম।
প্রধান অতিথি এসময় তার বক্তব্যে বলেন, আওয়ামীলীগের ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনকালে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। সাজানো মানবতাবিরোধী ট্রাইবুনালের মাধ্যমে জামায়াতে অসংখ্য নিরাপরাধ আলেমদের সাজা দেয়া হয়েছে। দেশের মানুষকে নির্যাতন ও হত্যা করা হয়েছে। দেশের মানুষ স্বৈরাচার ফ্যাসিস্ট আ’লীগকে আর সুযোগ দেবে না।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি নাটোর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও নাটোর-নলডাঙ্গা -২ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোঃ ইউনুস আলী, জেলা জামাতের নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন, অধ্যাপক সাদেকুর রহমান ও আতিকুল রাসেল প্রমুখ।

এ সম্পর্কিত আরো খবর