মনিরুল ইসলাম- (নাটোর প্রতিনিধি):
নাটোরের গুরুদাসপুরে অবৈধভাবে সরকারি সার মজুদ ও অনুমোদন বিহীন সার ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দিয়েছেন গুরুদাসপুর কার্ডধারী খুচরা সার ব্যবসায়ীদের সংগঠন। রোববার(২৪ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি অফিসারের কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন খুচরা সার কার্ডধারী মালিক সমিতির সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাঈদ, পৌর সার কার্ডধারী মালিক সমিতির সভাপতি সায়েম সরদার, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, নাজিরপুর ইউনিয়নের সভাপতি ফেরদৌস আহম্মেদ সহ অন্যরা।
কার্ডধারী মালিক সমিতির সভাপতি শরিফুল ইসলাম বলেন, উপজেলাব্যাপী কিছু অনুমোদন বিহীন সার ব্যবসায়ীরা উচ্চ মূল্যে সার ক্রয় করে অতিরিক্ত লাভের আশায় এবং কৃষকদের মাঝে বেশি মূল্যে বিক্রির লক্ষ্যে সার মজুদ করছে। বোরো মৌসুম শুরু হওয়ায় কৃষকদের অধিক চাহিদা আছে।
এই অবৈধ ব্যবসায়ীদের কোন জবাবদিহিতা না থাকায় প্রতিনিয়ত কৃষকরা প্রতারিত হচ্ছে। এদের প্রতিকারের ব্যবস্থা নেয়া না গেলে ক্ষতিগ্রস্ত হবে কৃষকসহ কার্ডধারী ব্যবসায়ীরাও।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার বলেন, অবৈধভাবে সার মজুদ ও বেশিদামে সার বিক্রির বিষয়ে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত আছে। বিষটি সরেজমিন তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।