সাইফুল ইসলাম, কয়রা (খুলনা প্রতিনিধিঃ)
খুলনা জেলার কয়রা উপজেলায় সরকার, এনজিও, ওপিডির সাথে একটি লিঙ্কেজ ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ নভেম্বর) কয়রা উপজেলা পরিষদের বিআরডিবি হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এটি ডিআইডিআরএম প্রকল্প, কারিতাস বাংলাদেশ এবং প্রতিবন্ধী শিশু ফাউন্ডেশন দ্বারা CBM বৈশ্বিক প্রতিবন্ধী অন্তর্ভুক্তির অংশীদারিত্বে আয়োজিত।
কয়রা উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সদর উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মামুনার রশিদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসার আব্দুল আহাদ, প্রভাষক রবিউল ইসলাম, ইউনিয়ন পরিষদ সদস্য বিভূতি ভূষণ রায়, মাসুদুর রহমান, কামাল হোসেন, মাসুম বিল্লাহ প্রমুখ। মিন্টু, কাজী দিন মুহাম্মদ, ডিআইডিআরএম প্রকল্পের উপজেলা সমন্বয়কারী হাসিবুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।