চুয়াডাঙ্গা প্রতিনিধি:
আগে তো চুরি ছিলোই কিন্তু ৫ আগস্টের পর থেকে চুরি যেনো মহোৎসবে পরিণত হয়েছে চুয়াডাঙ্গা। মসজিদ মাদ্রাসা ঘর বাড়ী দোকানপাটে চুরি ঠেকানো যাচ্ছে কিছুতেই। শুধু কী তাই রেহাই পাচ্ছে না পার্কিং করা গাড়ীও। আইনশৃঙ্খলার বিশেষ অবনতি হওয়ায় একের পর এক ঘটছে ছোট থেকে বড় বড় চুরির ঘটনা। এতে করে
প্রতিনিয়ত নিঃস্ব হয়ে পড়ছে ক্ষতিগ্রস্থ মানুষগুলো। তারই অংশ হিসেবে দামুড়হুদা বাসস্ট্যান্ডের অদূরে ফ্লাওয়ারস মিলের সামনে থেকে পার্কিং থাকাবস্থায় হাসান পোল্ট্রি ফার্মের ট্রাকটি চুরির ঘটনা ঘটেছে।
দামুড়হুদা সদর ইউনিয়নের চিৎলায় হাসান পোল্ট্রি ফার্মটি অবস্থিত।
(২৩ নভেম্বর) শনিবার রাত ১২টা থেকে সকাল ৭টার মধ্যে যে কোন সময় ট্রাকটি চুরি হয়ে যায়।
জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদার হাসান পোল্ট্রি ফার্মের ট্রাকটি (২৩ নভেম্বর) শনিবার দিবাগত রাত ১২ টার দিকে মালামাল আনলোড শেষে দামুড়হুদা বাসস্ট্যান্ডের অদূরে ফ্লাওয়ারস মিলের সামনে কদম গাছের পাশে রাখা হয়। পরদিন আজ (২৪ নভেম্বর) রবিবার সকালে এসে ট্রাকটি নিতে গিয়ে দেখে ট্রাকটি ওখানে নেই। যার নাম্বার ঢাকা মেট্রো- ট-১৩-৪৭৬৭।
এ বিষয়ে ট্রাকটির মালিক হাসান পোল্ট্রি ফার্মের কর্ণধার আবুল হাসান বলেন, ট্রাকটি মাল আনলোড শেষে দামুড়হুদা বাসস্ট্যান্ডের অদূরে ফ্লাওয়ারস মিলের সামনে কদম গাছের পাশে গত ২৩ নভেম্বর শনিবার দিবাগত রাত ১২টার দিকে পার্কিং করে রাখা হয়। রাত ১২টা থেকে সকাল ৭টার মধ্যে যে কোন সময় ট্রাকটি চুরি হয়ে গেছে। এ রির্পোট লেখা পর্যন্ত ট্রাকের সন্ধান পাওয়া যায়নি।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।
এদিকে, সাধারণ মানুষের কাছে সমালোচিত হয়ে পড়েছে চুয়াডাঙ্গার পুলিশ। এলাকার সচেতন ব্যক্তিরা বলছেন, আগের থেকে চুরি এমনভাবে বেড়েছে যা আতঙ্কজনক। আইনশৃঙ্খলা বাহিনী থাকার পর একাধারে চুয়াডাঙ্গায় চুরির ঘটনা ঘটেই চলেছে। অথচ সেসব চোরদের ধরার খবর পত্রিকায় আসছে না।
এতেই বোঝা যাচ্ছে যে, ৫ আগস্টের পর থেকে আইনশৃঙ্খলা বাহিনী নীরব হয়ে পড়েছে।